সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। ভয়াবহ ডেঙ্গুর কারণে অনেকেই হারাচ্ছেন তাঁদের প্রিয়জন। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এই মারাত্মক রোগটি প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি চালিয়েছে দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন প্লাজা’।
‘মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে গত সোমবার সারা দেশে একযোগে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল জনসচেতনতামূলক র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ইত্যাদি।
‘ক্রেতা তুমি আপনজন, ঘোর বিপদেও তোমার আমরা সাথী সারাক্ষণ’ স্লোগানে বেলা ১১টায় ৬৪৫টি ওয়ালটন প্লাজা থেকে দেশের সর্বত্র একযোগে জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে ডেঙ্গু মশানিধন এবং ডেঙ্গু থেকে রক্ষার উপায়, ডেঙ্গু হলে করণীয় ইত্যাদি সংবলিত ব্যানার-প্ল্যাকার্ডের মাধ্যমে সবাইকে সচেতন করা হয়। বিতরণ করা হয় জনসচেতনতামূলক লিফলেটও।
র্যালির পাশাপাশি রাজধানীসহ সারা দেশে ওয়ালটন প্লাজা–সংশ্লিষ্ট এলাকায় আশপাশের ঝোপঝাড়, স্কুল-কলেজ, নির্মাণাধীন ভবনসহ পানি জমে এমন স্থানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডেঙ্গু মশার সম্ভাব্য আবাসস্থলগুলো ধ্বংস করা হয়।
শিক্ষার্থীদের ডেঙ্গু সম্পর্কে আরও সচেতন করে তুলতে রাজশাহী, খুলনা, গোপালগঞ্জ, বগুড়া, রাজবাড়ী, বাগেরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যালয়গুলোতে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় ওয়ালটন প্লাজা। দেশব্যাপী আয়োজিত এসব সচেতনতামূলক কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও প্লাজা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রায়হান বলেন, ‘ওয়ালটন প্লাজা শুধু ব্যবসাই করে না, মানুষের জন্য বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডও পরিচালনা করে থাকে। করোনা মহামারির সময়ও সারা দেশে নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এ ছাড়া সারা দেশে চলমান ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় ইতিমধ্যে শতাধিক পরিবারকে ৩২ লাখ টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ডেঙ্গু সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ালটনের পক্ষ থেকে দেশব্যাপী নানা কার্যক্রম গ্রহণ করা হয়। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’
–বিজ্ঞপ্তি