একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় জামিন পেলেন এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আগামী ১৩ জুলাই পর্যন্ত জামিন পেলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি এনসিসি (ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স) ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। আজ বুধবার তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে দুই দফা শুনানির পর ট্রাইব্যুনাল তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শুরু হয়। শুনানিতে তোফাজ্জলের আইনজীবী মো. জামিল হক জামিন আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদনে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন। পরে ট্রাইব্যুনাল বলেন, এই আসামি দীর্ঘ পলাতক। জেলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসায় অসন্তোষ প্রকাশ করেন। তখন ট্রাইব্যুনাল আইনজীবীকে দুই ঘণ্টার মধ্যে কাগজপত্র নিয়ে আসার সময় দেন।

দুই ঘণ্টা পর আজ বেলা তিনটার দিকে আবার ট্রাইব্যুনাল বসে। তখন শুনানিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হন। এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৩ জুলাই। সেই সময় পর্যন্ত তোফাজ্জল হোসেনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

যুদ্ধাপরাধের মামলায় ২০১৭ সালে ট্রাইব্যুনালে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিবিধ মামলা (মিস কেস) হয়। ওই বছরই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তখন থেকেই তিনি পলাতক ছিলেন। জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের কাছে আত্মসমর্পণ করে তিনি জামিন পেলেন।