কাল বাদ জুমা বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের জানাজা

মাহবুব তালুকদার
ফাইল ছবি

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সাবেক নির্বাচন কমিশনারের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মাহবুব তালুকদারের মৃত্যু হয়। তাঁর মেয়ে আইরিন মাহবুব প্রথম আলোকে জানিয়েছেন, আগামীকাল বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে মাহবুব তালুকদারের জানাজার জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবা ইচ্ছা ছিল শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেন তাঁর দাফন হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেখানেই তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন মাহবুব তালুকদার। গতকাল ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মাহবুব তালুকদারের কর্মজীবন ছিল বৈচিত্র্যময়। একসময় তিনি সাংবাদিকতা করেছেন। যুক্ত হয়েছেন শিক্ষকতা পেশায়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শব্দসৈনিক হিসেবে। স্বাধীন বাংলাদেশে তিনি যোগ দেন সরকারি চাকরিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গভবনে চারজন রাষ্ট্রপতির অধীন তিনি কাজ করেন। বঙ্গবন্ধুর নির্দেশে তাঁকে ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আমলা হিসেবে অবসর নেওয়ার পর তিনি নির্বাচন কমিশনার মনোনীত হন। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনে স্বতন্ত্র অবস্থানের কারণে তিনি ছিলেন প্রশংসিত। নির্বাচনসংক্রান্ত নানা অনিয়ম নিয়ে কমিশনের ভেতরে–বাইরে বক্তব্য দিয়ে পাঁচ বছর মাহবুব তালুকদার ছিলেন আলোচনায়। তিনি নিজেকে ‘নির্বাক জনগণের নীরব ভাষার মুখপাত্র’ হিসেবে উল্লেখ করতেন। মাহবুব তালুকদারের আরেকটি সত্তা ছিল, তিনি ছিলেন কথাশিল্পী ও কবি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে পাঁচ বছর মেয়াদ শেষ হয় তাঁর।

আরও পড়ুন