সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ এপ্রিল, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রুমার পর এবার বান্দরবানের থানচির দুই ব্যাংকে ডাকাতি

সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক

বান্দরবানের রুমার পর এবার থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে। বুধবার বেলা একটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন...

সোনালী ব্যাংকের রুমা শাখা থেকে কোনো টাকা লুট হয়নি: সিআইডি

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরা।
ছবি: প্রথম আলো

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি। ওই ব্যাংকের ভল্টে থাকা সব টাকা অক্ষত আছে।

বিস্তারিত পড়ুন...

শিবির–হিযবুত তাহরীরের বিরুদ্ধে কথা বলায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ বুয়েটের পাঁচ ছাত্রের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বুয়েটের কেমিকৌশল বিভাগের ছাত্র আশিকুল আলম। ঢাকা, ৩ এপ্রিল
ছবি: প্রথম আলো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ মিনারে গত রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্রশিবির ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের বিরুদ্ধে কথা বলেছিলেন ছাত্রলীগের সমমনা কয়েকজন শিক্ষার্থী। এর পর থেকে তাঁদের নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বুয়েটের উপাচার্যের কাছে তাঁরা আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।
বিস্তারিত পড়ুন...

সাদিকা কি বাবা হত্যার বিচার চেয়ে রাস্তায় নামা সর্বকনিষ্ঠ মানুষ

বনখেকোদের হাতে খুন হওয়া বন বিভাগের কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। এ ঘটনার বিচার চেয়ে তাঁর সহকর্মীদের কর্মসূচিতে উপস্থিত থাকা নয় মাসের কন্যা সাদিকা


সরকার কে ভাই? কাকে বলে সরকার? যেদিকে চোখ যায়, আমি তো কেবল সরকারই দেখি। সরকারি দালানকোঠা, সরকারি গাড়ি, সরকারি কর্মকর্তাদের আবাসন। সরকার আর সরকার। ৪৫টি মন্ত্রণালয়, কাঁড়িখানেক বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর কত শাখা-প্রশাখা। সেখানে কর্মরত সবাই সরকার।
বিস্তারিত পড়ুন ...

হোয়াইট হাউসে বাইডেনের ইফতার আয়োজন বাতিল হলো যে কারণে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স

পবিত্র রমজানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারের আয়োজন বাতিল করেছে হোয়াইট হাউস। ঘটনাটি সম্পর্কে জানেন এমন দুজন বলছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদে কয়েকজন মুসলিম মার্কিন তাঁর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ফলে বাতিল করতে হয় এ আয়োজন।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন