মার্চে দেশে নির্যাতনের শিকার আড়াই শ নারী ও কন্যাশিশু

নারী নির্যাতন
প্রতীকী ছবি

চলতি বছরের মার্চ মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নির্যাতনের শিকার হয়েছে ২৪৯ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ১২৯ জন কন্যাশিশু এবং ১২০ জন নারী। ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন কন্যাশিশুসহ ৫৪ জন। এদের মধ্যে ৭ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মার্চ মাসে বিভিন্ন কারণে ৬ জন কন্যাশিশুসহ দেশের বিভিন্ন স্থানে ৪০ জন নারীকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৪৩ জন। ৬ জন কন্যাশিশুসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যার ঘটনা ঘটেছে ৫ কন্যাশিশুসহ ১৪ জনের, এর মধ্যে ১ কন্যাশিশুসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ এই হিসাব দিয়েছে। দ্য ইনডিপেনডেন্ট, দ্য ডেইলি স্টার, নিউ এজ, দ্য ডেইলি অবজারভার, দৈনিক ইত্তেফাক, সংবাদ, প্রথম আলো, দৈনিক জনকণ্ঠ, ভোরের কাগজ, যুগান্তর, সমকাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠ—এই ১৩টি পত্রিকায় মার্চ মাসে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তালিকাটি তৈরি করেছে তারা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। কন্যাশিশু বলতে ১৮ বছরের কম বয়সীদের বোঝানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ বছরের মার্চ মাসে দেশজুড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে ২২ জন নারী ও কন্যাশিশুর। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ জন কন্যাশিশুসহ ৭ জন, এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন। পাচারের ঘটনা ঘটেছে ৩ কন্যাশিশুসহ ৪টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ কন্যাশিশুসহ ৩ জন, ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে চারজন। সাইবার অপরাধের শিকার হয়েছে ২ কন্যাশিশুসহ ৪ জন। বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৬টি। এ ছাড়া ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।