অ্যান্টিভেনম দেওয়ার আধা ঘণ্টা পর মারা গেলেন কৃষক
ঘাস কাটার সময় এক কৃষককে কামড় দেয় বিষধর সাপ। দুই ঘণ্টা পর ওই কৃষককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। এর আধা ঘণ্টা পর হাসপাতালেই মৃত্যু হয় ওই কৃষকের। আজ শনিবার চট্টগ্রামের রাউজানে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম রণজিৎ পাল (৬০)। তিনি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামে ঘাস কাটতে গিয়েছিলেন রণজিৎ। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে একটি সাপ তাঁর বাঁ পায়ের গোড়ালির ওপর দংশন করে। তিনি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন ধর প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার পর দুপুর পৌনে ১২টার দিকে ওই ব্যক্তির শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করা হলেও কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সাপে কামড়ানোর এক ঘণ্টার মধ্যেই হাসপাতালে নিয়ে আসা উচিত। সময়ক্ষেপণের কারণে হয়তো অ্যান্টিভেনম কাজ করেনি।