এক যুগ আগের ভাঙচুরের মামলা থেকে খালাস পেলেন শহীদ উদ্দিন চৌধুরীসহ বিএনপির ৯ নেতা-কর্মী

আদালতপ্রতীকী ছবি

এক যুগ আগে রাজধানীর সূত্রাপুর থানায় করা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীসহ (এ্যানি) বিএনপির ৯ নেতা-কর্মী। আজ সোমবার ঢাকা মহানগরের বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ উদ্দিন চৌধুরীর আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

মামলা থেকে খালাস পাওয়া অপর আটজন হলেন, বিএনপি নেতা আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, আবদুস সাত্তার, এম এ সৈয়দ মন্টু ও মো. সালাউদ্দিন।

আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, একটি লেগুনা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১৩ সালের ১১ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, শহীদ উদ্দিন চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আসামি করে মামলা করে সূত্রাপুর থানা-পুলিশ। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ২১ মে শহিদ উদ্দিন চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচার চলাকালে সাদেক হোসেন খোকা মারা যান।

আজ সোমবার মামলা থেকে শহীদ উদ্দিন চৌধুরীসহ নয়জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন বলে জানান আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।