চট্টগ্রামে শারজাফেরত উড়োজাহাজে ১২টি সোনার বার

উড়োজাহাজের আসনের নিচ থেকে সোনার বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতের শারজাফেরত এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদ পেয়ে উড়োজাহাজে অভিযান পরিচালনা করা হয়। পরে রোববার রাত সাড়ে আটটার দিকে এসব সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

মো. আহসান উল্লাহ আরও বলেন, উদ্ধার করা সোনার বারের ওজন ১ কেজি ৩৯২ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।