জুলাই শহীদ হৃদয়ের লাশ এখনো পাওয়া যায়নি, ট্রাইব্যুনালকে বললেন প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গুলিতে নিহত কলেজছাত্র হৃদয় হোসেনের লাশ এখনো পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউটর। আজ রোববার হৃদয় হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে প্রসিকিউটর এস এম মইনুল করিম এ তথ্য উল্লেখ করেন।

শুনানিতে মইনুল করিম বলেন, এই মামলার তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় প্রয়োজন।

পরে এই আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

হৃদয় হোসেনের এই মামলায় পুলিশের সাবেক পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ও শফিকুল ইসলাম, সাবেক কনস্টেবল মো. আকরাম হোসেন, ফাহিম হাসান ও মাহমুদুল হাসান (সজীব)। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

যাত্রাবাড়ীর মামলায়ও সময় বাড়ল

জুলাই গণ–অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বেড়েছে। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে আগামী ১৭ আগস্ট এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এই মামলার দুই আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এসি (সহকারী কমিশনার) তানজিল আহমেদ।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের এক আসামির জামিন বাতিল

ট্রাইব্যুনালে আজ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নড়াইলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানি হয়। সেই শুনানিতে দাউদ শেখ নামের একজন আসামি অনুপস্থিত ছিলেন। এর আগেও এই আসামি শুনানিতে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকায় দাউদ শেখের জামিন বাতিল করেছেন ট্রাইব্যুনাল।