রাতে টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন
ঢাকার অদূরে টঙ্গীর মেঘনা রোডে বুধবার রাতে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে বিএনপির ডাকা অষ্টম দফা অবরোধ–হরতালে বুধবার সকাল ছয়টা থেকে ২৮ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আটটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে টঙ্গীর মেঘনা রোডে দুর্বৃত্তরা একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়। টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর হাজারীবাগে আরএস পাম্প কুরিয়ার সার্ভিসের একটি কনটেইনারবাহী গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার বনানীতে ১টি ট্রাকে এবং রাত পৌনে ৩টার দিকে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইরিশ হোটেলে তিনটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে গতকাল বেলা পৌনে তিনটার দিকে ঢাকার মিরপুর-১ নম্বরে বিআরটিসি পরিবহনের একটি বাসে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সায়েদাবাদে মেয়র হানিফ উড়ালসড়কের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাত সাড়ে নয়টার দিকে রাজশাহীর তারাব বিশ্বরোডে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৩৬টি যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।