শুভ সকাল। আজ ২ মে, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের একটি আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ। ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেছেন, ‘মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। যদি তিনি এগুলো করে থাকেন, তবে ভয়ংকর অপরাধ করেছেন। প্রমাণ পাওয়া গেলে তাঁকে ছাড় দেওয়া হবে না।’
বিস্তারিত পড়ুন...
রাজধানীর আজিমপুর ডে–কেয়ার সেন্টারে চার মাস আগে বালতির পানিতে ডুবে শিশু উম্মে আলিফা (১১ মাস) মারা যায়। তার মৃত্যুর পর মামলা হলেও এতে কোনো অগ্রগতি নেই। উল্টো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিশু দিবাযত্ন কেন্দ্রের লোকজন মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে আলিফার বাবা হাকিবুল হাসান তালুকদার এবং মা ইসমত আরা তালুকদার অভিযোগ করেছেন। বিস্তারিত পড়ুন...
শুধু অতি ডান আর অতি বাম নয়, সব পন্থার, সারা দেশের মানুষ এই সরকারকে উৎখাত করতে চায়, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে ওই মন্তব্য করেন। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনবিরোধী বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পাশাপাশি ইসরায়েলপন্থীরা হামলা চালাচ্ছেন। এমন এক হামলার পর দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষে মঙ্গলবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) ক্যাম্পাস। বিস্তারিত পড়ুন...
গাজায় নতুন একটা দিন আসে আর নতুন একটা ট্র্যাজেডির জন্ম হয়। যে মুহূর্তে এই লেখা লিখছি, ঠিক তখন দক্ষিণ রাফা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকর্মীরা চাপা পড়া লাশ উদ্ধারের কাজে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় তার কয়েক মাইল দূরে খান ইউনিস এলাকায় নাসের হাসপাতালের মাঠে পুঁতে রাখা অসংখ্য লাশ তোলার কাজ চলছিল। বিস্তারিত পড়ুন...