শুভ সকাল। আজ ১৬ জুলাই, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আজ বৈঠকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারেই তারা (ইইউ) আমাদের অঙ্গীকার চেয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরাও বলেছি, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভব।’ বিস্তারিত পড়ুন:
বর্তমান সরকারের অধীন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এমন দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সে জন্যই সারা বিশ্ব বাংলাদেশের ওপর নজর রাখছে। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। বিস্তারিত পড়ুন:
শিক্ষার্থী নির্যাতনে জড়িত ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীসহ পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের খবরে হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী ফুলপরী খাতুন। জড়িত ব্যক্তিদের আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানিয়ে আসা ফুলপরী বলেন, ‘আমার মনে হয় না এখানে পড়ব, আমার পড়াই হবে না। ওরা ফিরে এসে শিওর (নিশ্চিত) আমার সঙ্গে আবার কিছু করবে। আমাকে বাধ্য হয়ে এখান থেকে পালাইয়ে চলে যেতে হবে।’ বিস্তারিত পড়ুন:
শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে, বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনের পালে নতুন হাওয়া দিয়েছে একটি ভিডিও চিত্র। দুই তারকাই এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। শাকিব খান ও অপু বিশ্বাসের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ প্রথম আলোর হাতে এসেছে। ভিডিওতে শাকিব খানকে দেখা যায় ফুরফুরে মেজাজে গাড়ি চালাতে। বিস্তারিত পড়ুন:
আর্থিক সংগতি নীতি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। উভয় ক্লাবকে জরিমানা করেছে উয়েফা। ২০২২ সালে আর্থিক সংগতি নীতি না মানায় বার্সেলোনাকে পাঁচ লাখ ইউরো আর ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন লাখ ইউরো জরিমানা করা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড এই শাস্তি মেনে নিলেও আপিল করতে যাচ্ছে বার্সেলোনা। এমন খবর জানিয়েছে স্প্যানিশ রেডিও কাদেনা এসইআর। বিস্তারিত পড়ুন: