উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১১৬ জন: ফায়ার সার্ভিস
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ১১৬ জনকে। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, নিহত ব্যক্তিদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের ভর্তি করা হয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তাঁদের মধ্যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, শিনশিন জাপান হাসপাতালে ১১ জন, ক্রিসেন্ট হাসপাতালে ১৫ জন, লুবানা হাসপাতালে ২০ জন, ইস্টওয়েস্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ৩৮ জনকে।
আজ বেলা একটার পর স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।