‘হাউস অব বাটারফ্লাই’-এর সঙ্গে ইকো+ এসিতে আসবে ঈদের খুশি

ইলেকট্রনিক পণ্যের বাজারে স্বাচ্ছন্দ্য, প্রাচুর্য কিংবা প্রয়োজন—সবকিছুর সমাধান হিসেবে যুগ যুগ ধরে সবার দৃঢ় আস্থার জায়গা বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হাউস অব বাটারফ্লাই’। বছরের পর বছর ক্রেতাদের হোম অ্যাপ্লায়েন্সের সব চাহিদা পূরণ করে আসছে প্রতিষ্ঠানটি। কারণ, একই জায়গায় গ্রাহকেরা পাচ্ছেন ইকো প্লাস, হায়ার, হাইসেন্স, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা ও ওয়ার্লপুলের মতো সেরা ব্র্যান্ডের সব পণ্যের বিশাল সমারোহ।

হাউস অব বাটারফ্লাইয়ের অন্যতম ব্র্যান্ড ‘ইকো+’। বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারকদের জন্য এক অগ্রগণ্য ব্র্যান্ড হয়ে উঠেছে এটি। ‘ইকো প্লাস’ এসি বিশেষভাবে জনপ্রিয়। কারণ, এর প্রতিটি এসি যেমন কার্যকরী দামে ও গুণে, ঠিক তেমনি আবার আউটলুক ও ফিচারগুলোও বেশ ভালো। ইনভার্টার ও নন-ইনভার্টার দুই ধরনের এসিই আছ ইকো+ ব্র্যান্ডে।

‘ইকো+’ এসির ‘ফার্স্ট কুলিং’ টেকনোলজি ঘরকে দ্রুত ঠান্ডা করে। ‘ইকো+’ এসি স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষাব্যবস্থা ‘রেফ্রিজারেন্ট লিকেজ ডিটেক্ট টেকনোলজি’তে যেকোনো দুর্ঘটনা থেকে নিরাপত্তা দেয়। ‘ইকো+’ এসি নিজস্ব সেন্সরের দ্বারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এতে আরও আছে ‘গোল্ড ফিন’ টেকনোলজি, ‘ইভাপরেটর সেলফ ক্লিন’ টেকনোলজি, হিডেন এলইডি ডিসপ্লে, টু ওয়েস ড্রেইনিং সিস্টেম, ‘অটো রি-স্টার্ট ফাংশন’সহ অনেক ধরনের সিস্টেম, যা এসির সুরক্ষা করে এর কার্যকারিতা অনেক দিন পর্যন্ত অব্যাহত রাখে।

শুধু তা-ই নয়, ‘ইকো+’ এসিতে গ্রাহক পাবেন নানান বিক্রয়োত্তর সেবা। এই এসিতে আছে ১০ বছরের কমপ্রেসর ওয়ারেন্টি এবং এক বছরের পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। এ ছাড়া নামমাত্র ডাউন পেমেন্ট আর প্রতি মাসে সহজ কিস্তিতে সহজেই এই এসি ক্রয় করা যায়। তা ছাড়া ২৪ ঘণ্টা হটলাইন সার্ভিস তো আছেই।

আসন্ন ঈদে ইকো+ এসির আকর্ষণীয় সব অফার ইতিমধ্যে শুরু হয়েছে। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ১৮০ দিন পর্যন্ত শূন্য শতাংশ ইন্টারেস্টে নগদ কিস্তি সুবিধা ও ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। খুব সহজেই স্বাচ্ছন্দ্যে সুলভ নগদে, কিস্তির স্বস্তিতে, ব্যাংক ইএমআই ও মোবাইল ব্যাংকিংয়ের সুবিধায় কিনে নিতে পারবেন ইকো+ এসি।

হাউস অব বাটারফ্লাইয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://www.butterflygroupbd.com থেকেও কেনা যাবে পছন্দের এসি। এবার ঈদ আনন্দে সঙ্গে থাকুক হাউস অব বাটারফ্লাই, তবেই ঈদের খুশি আসবে ঘরে।