সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ জুন, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মতিউর, তাঁর প্রথম স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান, তাঁর স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সোমবার এই আদেশ দেন। বিস্তারিত পড়ুন...

আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস, জিএমপির এডিসি সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা থেকে রোববার তাঁকে সাময়িক বরখাস্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বিস্তারিত পড়ুন...

ছাগল-কাণ্ড: মতিউরের গ্রামে গিয়ে যা জানা গেল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট দিয়ে আড়িয়াল খাঁ নদ পার হয়ে ওপারে গেলে মুলাদী উপজেলা। সেখানে বাহাদুরপুর গ্রামের কথা জিজ্ঞাসা করতেই একজন বললেন, ‘কোথায় যাবেন? পিন্টু সাহেবগো বাড়ি?’ এই পিন্টু সাহেব হলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মো. মতিউর রহমান। বিস্তারিত পড়ুন...

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন এ বিবৃতি দিল

সাবেক দুজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নানা ধরনের সম্পদের হিসাব পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রথমে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের অবিশ্বাস্য সম্পদের বিবরণ প্রকাশ করে একটি পত্রিকা। এরপর দুদক এ নিয়ে তদন্তে নামে এবং পত্রিকায় প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়া যায়। দুদকের তদন্তে বরং আরও নতুন নতুন সম্পদের খোঁজ বের হয়েছে। বিস্তারিত পড়ুন...

রাজ্যকে বাদ দিয়ে গঙ্গা ও তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনা মেনে নেওয়া হবে না: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকলেও তিস্তা চুক্তি বাস্তবায়িত হতে দেওয়া সম্ভব নয়। প্রাথমিক কারণ হিসেবে তিনি বলেন, আগে এ বৈঠক ত্রিপক্ষীয় স্তরের সবাইকে নিয়ে করা হতো। রাজ্যের নদীর ক্ষেত্রে রাজ্যকেও ডাকা হতো, কিন্তু এখন সেটা হচ্ছে দ্বিপক্ষীয় স্তরে।
বিস্তারিত পড়ুন...