চট্টগ্রামে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার
চট্টগ্রামে নগরের ইপিজেড এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইপিজেড এলাকার আয়েশার মার গলির দুটি ভবনের মাঝামাঝি স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম আবদুল্লাহ। সে নগরের সিমেন্ট ক্রসিং আলী শাহ মাজার এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি উপজেলায়। বাবা মাহমুদ হোসেন তালুকদার (৩৯) ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিহত কিশোরে বাবা মাহমুদ হোসেন তাঁর ছেলে হারানোর বিষয়ে নিখোঁজ ডায়েরি করেন। রাত থেকে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। পরে আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বিস্তারিত তদন্তের পর জানানো যাবে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।