জাতীয় বাছাইয়ে সেরা ৩০ জন পেল পুরস্কার, চূড়ান্ত বাছাই ২৯ ও ৩০ জুলাই

বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। ঢাকা, ২৬ জুলাইছবি: জান্নাতুল নাঈম

জ্যোতির্বিজ্ঞানবিষয়ক আয়োজন ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর ২০তম আসরের জাতীয় বাছাইয়ে ৩০ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্য থেকে ২৯ ও ৩০ জুলাই পাঁচজনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। তারা আগামী সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠেয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নেবে।

আজ শনিবার সকালে রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুল ও কলেজের ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নেয়। দিনব্যাপী পরীক্ষা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দেশের প্রায় ৫ কোটি মানুষ ১৫-৩০ বছরের তরুণ। তাঁদের বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিতে পারদর্শী করতে পারলে সসীম সম্পদ ও সীমিত এলাকা নিয়েও অসাধারণ অগ্রগতি সম্ভব।

আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের চেয়ারম্যান মিখাইল গাব্রিলভ বলেন, মহাবিশ্ব ও প্রকৃতিকে জানার বেশ আকর্ষণীয় উপায় জ্যোতির্বিজ্ঞান। এখানকার সবাই ভবিষ্যতে বিজ্ঞানী হবে না, কিন্তু সবাই বিজ্ঞানের সমুদ্রে অনেক ভালো অভিজ্ঞতা লাভ করবে।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান বলেন, ‘শুধু মাটির নিচের ও ওপরের সম্পদ নিয়েই আমরা কাজ করি। ইদানীং ব্লু ইকোনমি (সুনীল অর্থনীতি) নিয়েও বাংলাদেশ কিছু কাজ করছে। কিন্তু মহাকাশে কী আছে, সে ব্যাপারে আমরা অনেকটাই পিছিয়ে। আমার বিশ্বাস, শুধু বিলাসিতা নয়, মানবজাতির জন্য সেই সম্পদ আহরণে যে জ্ঞান দরকার, নিজেদের স্বপ্নপূরণের জন্যই তাঁরা সেটা অর্জন করবে। আজকে উপস্থিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে এই পথে নেতৃত্ব দেবে।’

জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, বিজ্ঞানী হওয়া খুব বড় কথা নয়, বিজ্ঞানমনস্ক হওয়াই বড় কথা। প্রযুক্তির কিছু জিনিস শিখলে যে কেউ বিজ্ঞানী হতে পারে। কিন্তু বিজ্ঞানমনস্ক হতে হলে অনেক কিছু জানতে হবে, পড়তে হবে। বিশ্বকে বুঝতে হবে। দর্শন, সাহিত্য, সংস্কৃতিও বুঝতে হবে।

পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা ফটোসেশনে অংশ নেয়। ঢাকা, ২৬ জুলাই
ছবি: জান্নাতুল নাঈম

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন, ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর প্রকল্প পরিচালক শাহাপার আলম প্রমুখ।

প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম হয় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাবিল নাহিয়ান। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাদিত রাইয়ান ও ময়মনসিংহ সরকারি কলেজের শিক্ষার্থী নওমী মানাম।

মো. রাদিত রাইয়ান প্রথম আলোকে বলেন, ‘এর আগের বছরও অংশ নিয়েছিলাম। তবে এবারই পুরস্কার পেলাম। এই আয়োজনে অংশ নিয়ে ভালো লেগেছে।’

জুনিয়র গ্রুপে প্রথম হয় যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুলের শিক্ষার্থী সাহাদাত হোসেন এবং চট্টগ্রামের বন্দর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ শাফি বিন নাহিদ।

৫ থেকে ২০ জুলাই সারা দেশে অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই কার্যক্রম চলে। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রায় ৩১০ জন প্রতিযোগী আজ জাতীয় বাছাই কার্যক্রমে অংশ নেয়। তাদের মধ্যে সিনিয়র ও জুনিয়র বিভাগে ১৫ জন করে মোট ৩০ জন উত্তীর্ণ হয়। বিজয়ী সব শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। আর সেরা ২০ শিক্ষার্থী এর সঙ্গে পেয়েছে অর্থ পুরস্কার।

জাতীয় বাছাই থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ২৯ ও ৩০ জুলাই একই ভেন্যুতে দুই দিনের ক্লোজড ক্যাম্পে থাকার সুযোগ পাবে। তাদের মধ্য থেকে পাঁচজনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। তারা ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠেয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে প্রতিযোগিতা করবে। একই সঙ্গে ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এবং এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। গত বছরের মতো এবারের আয়োজনেও টাইটেল স্পনসর হিসেবে রয়েছে এপেক্স। আয়োজনে সহযোগিতা করছে পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস, এডিএন টেলিকম, কেদারপুর টি কো লি, ওয়াচেস ওয়ার্ল্ড। গণমাধ্যম সহযোগী প্রথম আলো, দূরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও রাশিয়ান হাউস ইন ঢাকা।