রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই এগিয়ে আসতে হবে: দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোয়েলিন হেজার
ছবি: পিআইডি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে প্রতিবছর হাজারো শিশু জন্ম নিচ্ছে। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর আকার বাড়ছে। মিয়ানমার যেহেতু রোহিঙ্গা সমস্যা সৃষ্টি করেছে, তাই এ সমস্যা সমাধানে তাদেরই এগিয়ে আসতে হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এনামুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। এ সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎকালে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নোয়েলিন হেজারের সঙ্গে আলাপকালে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশে প্রত্যাবর্তনের পর যাতে জীবিকা নির্বাহ করতে পারে, সে লক্ষ্যে তাদের কারিগরি ও অন্যান্য বিষয়ে লেখাপড়ার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে।

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ব জনমত গঠনে এগিয়ে আসতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান এনামুর রহমান।

সাক্ষাৎকালে বিশেষ দূত বলেছেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকেরা যেন মর্যাদাপূর্ণ ও নিরাপদে নাগরিক অধিকারসহ তাদের দেশে ফেরত যেতে পারেন, সে লক্ষ্যে আসিয়ানসহ তাঁরা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে আসার আগে তিনি মিয়ানমার সফর করেছেন। এসব নাগরিককে ফেরত নেওয়ার জন্য মিয়ানমার সরকারের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।