ঢাকার দোহারে ঝড়ে গাছচাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি
ফাইল ছবি: প্রথম আলো

ঢাকার দোহারে ঝড়ে গাছচাপা পড়ে মো. ইয়াছিন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে দোহারের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত ইয়াছিন ও মো. হৃদয় নামে আরেক কিশোরকে রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে ইয়াছিনের মৃত্যু হয়।

ইয়াছিনের বাড়ি দোহারের মৈইথপাড়ায়। তাঁর বাবা কাতার প্রবাসী মো. বাচ্চু শেখ। সে মা–বাবার একমাত্র ছেলে। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

ইয়াছিনের চাচা জোবায়ের আহমেদ জানান, তাঁদের বাড়ির পাশের এলাকায় মেলা চলছিল। ইয়াছিন ও তাঁর বন্ধুরা সেখানে গিয়েছিল। ঝড়ের মধ্যে দ্রুত বাড়ি ফেরার সময় তাদের ওপর গাছ ভেঙে পড়ে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ইয়াছিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

এ ঘটনায় আহত হৃদয় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। অপর কিশোর স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্বজনেরা জানিয়েছেন।

আরও পড়ুন