শুভ সকাল। আজ ৩ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার (এসএসসি) মূল্যায়ন-কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, লিখিত অংশের ওয়েটেজ হবে ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক অংশের ওয়েটেজ ৩৫ শতাংশ। একেকটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ এক স্কুল দিবস (দিনে যতক্ষণ স্কুল চলে)। আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না।
বিস্তারিত পড়ুন...
বাংলাদেশে নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানি করেছিল সাদিক অ্যাগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে। প্রাণিসম্পদ অধিদপ্তর অবশ্য কৌশলে সেই গরু সাদিক অ্যাগ্রোকেই দিয়েছে। বিস্তারিত পড়ুন...
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের ‘অপরাধলব্ধ’ আয়ের পরিমাণ ৬২ কোটি টাকা। শামসুদ্দোহার চেয়ে তাঁর স্ত্রীর অপরাধলব্ধ আয় বেশি—পরিমাণ ৪১ কোটি টাকা। শামসুদ্দোহার অপরাধলব্ধ আয় ২১ কোটি টাকা। বিস্তারিত পড়ুন...
পৃথিবীর সব দেশেই ছোট-বড় সব চৌর্যকর্মের পেছনে এক বা একাধিক সহযোগী থাকে। যে চোর সিঁধ কাটে, তাকে সাহায্য করে পাহারাদার। গৃহস্থকে সাবধান করার বদলে চোরকে জানিয়ে দেয় কোন দরজা দিয়ে ঢুকলে মাল হাতানো সহজ হবে।
বিস্তারিত পড়ুন...
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ২৯ জুন। তবে বাংলাদেশের জন্য টুর্নামেন্টটা শেষ হয়ে গেছে আরও আগে। বার্বাডোজে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের আগে দেশেও ফিরে এসেছে দল। অনেকে তো এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আবারও দেশ ছেড়ে গেছেন। যে তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেট খেলতে আজ বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...