ক্যাম্পাসে অজগর উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক।
ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল ওয়ার্কশপ এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার এক রিকশাচালক অজগরটি যন্ত্রকৌশল ওয়ার্কশপ এলাকায় দেখে এটি ধরেন। এরপর সেটি বস্তায় ভরা হয়। এটি অন্তত ৬-৮ কেজি ওজনের হবে।

সাপটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় বস্তা থেকে বের করা হলে এটি দেখতে ভিড় জমান শিক্ষার্থীরা। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান প্রথম আলোকে বলেন, ‘অজগর সাপটি সামনাসামনি দেখে বেশ বড়ই মনে হয়েছে। এটি অন্তত ১০ ফুট লম্বা হবে বলে আমার ধারণা।’

এদিকে ক্যাম্পাসে এই অজগর ধরা পড়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, গরম পড়লেই যেন সাপের উপদ্রব বেড়ে যায় ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায়, আবাসিক হলসংলগ্ন এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখা মেলে বিভিন্ন প্রজাতির সাপ। গত বছরেও চুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীকে ‘গ্রিন পিট ভাইপার’ নামের সাপ দংশন করেছিল। গত বছর ক্যাম্পাসে শঙ্খিনী, অজগর, গ্রিন পিট ভাইপার নামের সাপ দেখেছেন শিক্ষার্থীরা।

চুয়েটে সাপের উপদ্রব রোধে প্রশাসনের পদক্ষেপ কী, এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত কারণে চুয়েটে সাপের উপদ্রব কিছু সময় দেখা যায়। তবে এর জন্য ঝোপঝাড় পরিষ্কারসহ আবাসিক হল, বিভিন্ন সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে কার্বলিক অ্যাসিড প্রয়োগ করা হবে। তবে আমি বলব শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে একটু সতর্কভাবে চলাচল করতে।’