পতেঙ্গা সৈকতের খেজুরতলার কাছে নৌযানটিতে আগুন লেগেছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের খেজুরতলার কাছে একটি মাছ ধরার নৌযানে আগুন লেগেছে। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে বন্দর জলসীমায় আলপা নোঙর এলাকায় অবস্থানরত লাইটার জাহাজ এমভি মুহুরী-২ থেকে বেতারবার্তায় বন্দরের নিয়ন্ত্রণকক্ষে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়।

বেতারবার্তায় বলা হয়, মুহুরী-২–এর কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌযানে আগুন লেগেছে।

ওমর ফারুক জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণে ব্যবহৃত বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। কোস্টগার্ডের শক্তিশালী নৌযান মেটাল শার্ক ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের সরঞ্জাম নিয়ে রওনা হয়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।