আতশবাজির ঝলকানিতে বর্ণিল ঢাকার আকাশ

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ উপলক্ষে আতশবাজিতে রঙিন পুরান ঢাকার আকাশ। শাখারী বাজার, ১ জানুয়ারিছবি: দীপু মালাকার

ঘড়ির কাঁটা রাত ঠিক ১২টা ছুঁতেই বর্ণিল হয়ে উঠল রাজধানী ঢাকার আকাশ। মুহুর্মুহু আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে চারপাশ। পাশাপাশি পটকার শব্দে প্রকম্পিত হয়েছে বিভিন্ন এলাকা। খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে রাত ১২টায় একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ থেকে আতশবাজি পোড়ানো হয়।

২০২৩ সালকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। নিরাপত্তার জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও র‌্যাবের সদস্যরা। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

খ্রিষ্টীয় ২০২৪ সালের প্রথম প্রহরে আলোকিত ঢাকার আকাশ। শাখারী বাজার, ১ জানুয়ারি
ছবি: দীপু মালাকার

অনেকটা ঘরোয়াভাবে রাজধানীর মানুষ নানা আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৪-কে স্বাগত জানাচ্ছেন। তবে আনন্দ-উচ্ছ্বাসের কমতি থাকছে না। অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি, কেক কাটাসহ নানা আয়োজন রেখেছেন।

রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার একটি আটতলা ভবনের ছাদে উঠে দেখা যায়, রাত সাড়ে ১১টার পর থেকেই থেমে থেমে বিভিন্ন বাড়ির ছাদ থেকে আতশবাজি ও পটকা ফোটানো হচ্ছে। অনেক বাড়ির ছাদে আলোকসজ্জার ব্যবস্থা করে বর্ষবরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১২টা বাজার সঙ্গে সঙ্গে হাজার হাজার আতশবাজিতে রঙিন হয়ে ওঠে আকাশ। অনেকে এ সময় ফানুসও উড়িয়েছেন। অবশ্য ঢাকা মহানগর পুলিশ বর্ষবরণে আতশবাজি পোড়ানো ও ফানুস ওড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল।