গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, চলে গেলেন ৫ জনই

ফাইল ছবি

গাজীপুরে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন।

গতকাল রোববার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৩০) নামের ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনই মারা গেলেন ।

আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম আইজুল ইসলাম।

হাসপাতালের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেছেন, তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাজী ওয়াহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই একটি কাভার্ড ভ্যান গ্যাস নিতে যায়। স্থানীয় একটি কারখানার অর্ধশতাধিক সিলিন্ডার ওই কাভার্ড ভ্যানে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কাভার্ড ভ্যানটিতে আগুন লেগে পাঁচজন দগ্ধ হন।

আরও পড়ুন

পরে একে একে চিকিৎসাধীন চারজন মারা যান। তাঁরা হলেন—আল আমিন (৩০), মো. পারভেজ (৩৩), মিঠু মিয়া (২৬) ও সিরাজুল ইসলামের (২৮)।