ড. ইউনূসের সমালোচনা করে বিবৃতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জিনাত হুদা স্বাক্ষরিত বিবৃতিটি গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন। কিন্তু কেউ আইনের ঊর্ধ্বে নন। তাই ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় আসতে হবে। এটিই সভ্য সমাজের রীতি। গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তিনি দুর্নীতির সঙ্গে জড়িত না হলে নিশ্চয়ই আইনানুগ প্রক্রিয়ায় তা প্রমাণিত হবে।

ড. ইউনূস গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলাকে কেন্দ্র করে তথাকথিত কিছু সংগঠন বিবৃতির মাধ্যমে যে প্রতিবাদ করেছে, তা আইনের শাসনের পরিপন্থী ও দুরভিসন্ধিমূলক। এ মামলাকে কেন্দ্র করে মহলবিশেষের অশুভ তৎপরতায় সমিতি গভীরভাবে উদ্বিগ্ন।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, ১৯৭৮ সালে একজন অবৈধ সামরিক স্বৈরশাসকের দেওয়া রাষ্ট্রপতি পুরস্কার প্রমাণ করে ড. ইউনূসের সঙ্গে তাঁদের সম্পর্ক অনেক পুরোনো।

বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, বাংলাদেশবিরোধী প্রচার-প্রচারণা, বিরাজনীতিকরণের ধারা প্রতিষ্ঠার অনুঘটকদের সঙ্গে ড. ইউনূসের দীর্ঘদিনের সখ্য রয়েছে। এ কারণেই ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতিবাদ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কথা তুলে এনে তাঁরা (প্রতিবাদকারীরা) ঘোলা জলে মাছ শিকারের অপতৎপরতার বিষয়টি স্বীকার করে নিলেন।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি চক্র আবার অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, এই চক্রান্তকারীদের ব্যাপারে দেশপ্রেমী নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছে সমিতি। নির্দোষ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সমিতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। একই সঙ্গে ব্যক্তির পরিচয় বিবেচনায় না নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় ‘জিরো টলারেন্স’ নীতিতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে তারা।