১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জনের ঘোষণা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে। ঢাকা, ২৭ ডিসেম্বরছবি: সংগৃহীত।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ আদালতসহ সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়।

‘ডামি নির্বাচন বর্জন, বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জ্ঞাপন ও আইনজীবীদের কর্মসূচি ঘোষণা’ দিতে ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০২৪ সালের ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, জেলা আদালত, দায়রা আদালতসহ সব আদালত বর্জন করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান বিচারপতিসহ সব বিচারকের কাছে আদালত বর্জনের বিষয়টি চিঠি দিয়ে জানানো হবে।

সরকার বা সরকারের কোনো অনুচরের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে এই গণতান্ত্রিক কর্মসূচি সফল করতে দেশের আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কায়সার কামাল। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২৮ অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত সরকার গণতন্ত্রকামী ২৩ হাজার ৪৬০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। মোট মামলা দায়ের করা হয়েছে ৬৮৪টি। আর গত ১৬ সপ্তাহে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১ হাজার ৪৮২ জনকে।

সংবাদ সম্মেলনে অন্যোন্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী, বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) সহসমন্বয়ক সুব্রত চৌধুরী, ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি এম বদরুদ্দোজা, যুগ্ম মহাসচিব মো. রুহুল কুদ্দুস ও ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।