গান–কথায় কৃতীদের সংবর্ধনা 

জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সার্টিফিকেট-ক্রেস্ট তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গতকাল রংপুর জিলা স্কুল মাঠে
মঈনুল ইসলাম

একদিকে ধর্মসাগর, অন্যদিকে ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এর লাগোয়া কুমিল্লা জিলা স্কুল মাঠ গতকাল শুক্রবার মুখর হয়ে থাকল শিক্ষার্থীদের পদচারণে, আবৃত্তি, গান, কথায়। গতকাল এই প্রাঙ্গণেই বসেছিল ‘শিখো-প্রথম আলো’ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার আসর। এতে ৩ হাজার ১৪৯ শিক্ষার্থী অংশ নেয়।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীরা ক্রেস্ট, সনদ ও নাশতা সংগ্রহ করে। এরপর সকাল সাড়ে নয়টায় কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জামাল নাছের, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু জাফর খান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ শিপন মিয়া, কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ, ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর সহপ্রতিষ্ঠাতা জিসান জাকারিয়া, প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান মুনির হাসান। এ ছাড়া শিল্পী কিশোর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ও আবৃত্তি করেন কুমিল্লার আবৃত্তিশিল্পী বদরুল হুদা।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এক শিক্ষার্থী। গতকাল কুমিল্লা জিলা স্কুল মাঠে
ছবি: এম সাদেক

রংপুরে হাজারো শিক্ষার্থী

রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় অংশ নিয়েছিল ২ হাজার ৮০০–এর বেশি শিক্ষার্থী। সঙ্গে উপস্থিত ছিলেন অনেক অভিভাবকও। রংপুর জিলা স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন গাজী মাজহারুল আনোয়ার, কলা অনুষদের ডিন তুহিন ওয়াদুদ, রসায়ন বিভাগের প্রধান বিজন মোহন চাকী, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাহিত্যিক আশান উজ জামান, শিখোর সিনিয়র মেন্টর এম মাশরুর হোসেন, শিখোর রসায়ন বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট আরিফ হক, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি প্রমুখ।

গতকাল সকাল আটটার দিকে উৎসবের প্রথম পর্বে শিক্ষার্থীরা নির্দিষ্ট বুথ থেকে সনদ, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। সকাল সাড়ে নয়টার দিকে রংপুর বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক, রংপুর বন্ধুসভার সভাপতি রওনক জাহান। রংপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুর জামানের সঞ্চালনায় শুরু হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেয় সংবর্ধনা নিতে আসা কৃতী শিক্ষার্থীরাও।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। অতিথি ও শিক্ষার্থীরা দাঁড়িয়ে সম্মান জানান। গতকাল বাজবাড়ী উপজেলা পরিষদ হলরুমে
ছবি: আলীমুজ্জামান

রাজবাড়ীতে মুখস্থ না করার শপথ

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি শিক্ষার্থীদের মুখস্থ, মাদক ও মিথ্যাকে না বলার শপথ করান। শিক্ষার্থীদের সঙ্গে ‘সবার আমি ছাত্র’ কবিতাটি আবৃত্তি করেন তিনি। তিনি বলেন, ‘যারা জিপিএ-৫ পায়নি, তাদের হতাশ হলে চলবে না। আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করলে আমরা সফল হতে পারব।’

গতকাল বেলা সোয়া তিনটায় প্রথম আলো বন্ধুসভার রাজবাড়ীর বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার চৌধুরী, রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী বন্ধুসভার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে গান শোনান সংগীতশিল্পী অমিতা চক্রবর্তী, অপর্ণা রায়, দীপক কুমার, কুইন। নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার দপ্তর সম্পাদক অদ্রিজা চক্রবর্তী ও অন্তি। কবিতা আবৃত্তি করেন ফাহমিদা সুলতানা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রদ্যুত কুমার দাস ও কেয়া প্রামাণিক।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।