রংপুর সিটির ১৫০ কেন্দ্রের ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে জাতীয় পার্টি

চলছে ইভিএম যন্ত্রে ভোট গণনা। ছবিটি রংপুর নগরের কেল্লাবন্দ হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে তোলা। ২৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২২৯টি কেন্দ্রের মধ্যে ১৫০টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এই ১৫০ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

রাত ১০টা ১০ মিনিটে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন ১৫০টি কেন্দ্রের সমন্বিত ফলাফল ঘোষণা করেন। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান ৯০ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান ৩২ হাজার ৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান ২১ হাজার ১৯৫ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা (ডালিয়া) ১৪ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন।

এবার তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আজ সকাল সাড়ে আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ভোটারের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯। সিটি নির্বাচনে ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। মেয়র পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাসদ, খেলাফত মজলিস, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস এবং দুজন স্বতন্ত্রসহ মোট ৯ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ জন, ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন।