নাহিদ সুলতানাসহ ৪ আইনজীবীর আগাম জামিনের আবেদন হাইকোর্টের কার্যতালিকায়

হাইকোর্ট ভবনফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে হট্টগোল ও মারামারির মামলায় নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবীর পৃথক আগাম জামিন আবেদন শুনতে বেঞ্চ নির্ধারণের পর আবেদন দুটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের কার্যতালিকায় উঠেছে। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বুধবারের কার্যতালিকায় আবেদন দুটি ২১ ও ২২ নম্বর ক্রমিকে রয়েছে। আজ মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বেঞ্চটির বুধবারের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে।

আবেদনকারীর আইনজীবীর তথ্যানুসারে, নাহিদ সুলতানা, শাকিলা রওশন ও মৌসুমী চৌধুরী ফাতেমা আগাম জামিন চেয়ে একটি আবেদন করেন। অপর আবেদনটি করেছেন জাকির হোসেন মাসুদ। কার্যতালিকার তথ্যানুসারে, ‘অ্যাডভোকেট মো. জাকির হোসেন মাসুদ বনাম রাষ্ট্র’ শিরোনামে জাকির হোসেনের করা আবেদনটি ২১ নম্বর ক্রমিকে এবং ‘অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী এবং অন্যান্য’ শিরোনামে তিন আইনজীবীর করা অপর আবেদনটি ২২ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে সোমবার চারজনের করা পৃথক দুটি আগাম জামিন আবেদন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে দাখিল করা হয়। বেঞ্চের এক বিচারপতি আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন উল্লেখ করে আদালত এ বিষয়ে প্রয়োজনীয় আদেশের জন্য নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্র জানায়, হাইকোর্টের আদেশের পর এ-সংক্রান্ত নথি সোমবার বিকেলে প্রধান বিচারপতির কার্যালয়ে পাঠানো হয়। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি আবেদন দুটি শুনানির জন্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করে দেন।

এর আগে ভোট গণনা নিয়ে মারধরের ওই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে ৮ মার্চ বিকেলে রাজধানীর শাহবাগ থানায় ওই মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফ। মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগ আনেন সহকারী অ্যাটর্নি জেনারেল। সেখানে আইনজীবী নাহিদ সুলতানা যুথীকে প্রধান আসামি করা হয়। যুথী সমিতির নির্বাচনে সম্পাদক পদে অংশ নেন। এ ছাড়া মো. রুহুল কুদ্দুসকে দ্বিতীয় আসামি করা হয়, যিনি বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মারধরের অভিযোগে করা ওই মামলায় ইতিমধ্যে মো. রুহুল কুদ্দুসসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ওই মামলায় ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ গতকাল সোমবার রুহুল কুদ্দুসের জামিন আবেদন নাকচ করেন। এ অবস্থায় জামিন চেয়ে আজ মঙ্গলবার রুহুল কুদ্দুসের করা আবেদন হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।