শুধু বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করা হয়নি: ঢাকার ওমান দূতাবাস

শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য ওমানের ভিসা স্থগিত করা হয়নি বলে জানিয়েছে ঢাকায় ওমানের দূতাবাস। এ সিদ্ধান্ত ‘কোনোভাবেই রাজনৈতিক গতিপ্রকৃতির নয়’ বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ওমান দূতাবাস আরও বলেছে, ভিসা স্থগিত করার বিষয়টি অন্যান্য দেশের জন্যও সমানভাবে প্রযোজ্য।

ভিসা স্থগিতের সিদ্ধান্তকে ‘সাময়িক পদক্ষেপ’ উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিসা কার্যক্রম পুনরায় যাতে শুরু করা যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে বলে জানায়। এ নিষেধাজ্ঞা গত ৩১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
ওমানের এ ভিসা স্থগিতের ঘোষণার জেরে আশঙ্কা করা হচ্ছে, এতে ভবিষ্যতে দেশে প্রবাসী আয় আসা কমবে।

আরও পড়ুন
আরও পড়ুন

ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিকস অ্যান্ড ইনফরমেশনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ১৫ লাখ বিদেশি বাস করেন, যাঁদের মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ বাংলাদেশি।