পবিত্র রমজান উপলক্ষে মাছ-মাংস-ডিমও ট্রাকে করে কম মূল্যে বিক্রি করবে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমানছবি: মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

পবিত্র রমজান সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ, মাংস, ডিমও ট্রাকে করে কম মূল্যে (ন্যায্যমূল্য) বিক্রি করবে সরকার। ভর্তুকি দিয়ে ব্যবস্থাটি চালু করা হবে। নতুন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আবদুর রহমান বলেন, দরিদ্রতর মানুষ যেসব এলাকায় থাকে, সেসব জায়গায় সরকার এই সহায়তা দিতে চায়। ব্যবস্থাটি হবে এলাকাভিত্তিক। পবিত্র রমজন মাস শুরু হওয়ার আগে ব্যবস্থাটি চালু করা হবে।

ডিমের দাম ‘সিন্ডিকেট’ করে বাড়ানোর অভিযোগ আছে। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, সিন্ডিকেট সম্পর্কে সবাই জানে। দেশবাসীও জানে। এদের কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। তাদের আইনগত কাঠামোর মধ্যে নিয়ে আসা একটা ব্যবস্থা। আরেকটি ব্যবস্থা হলো, এ বিষয়ে সামাজিক প্রচারাভিযান তৈরি করা।

আবদুর রহমান আরও বলেন, যারা দৈনন্দিন জীবন-জীবিকা নিয়ে সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি করে, মানুষকে কষ্ট দেয়, তাদের মানবিক চরিত্র আছে কি না, সেটিও ভাবতে হবে। বিষয়টি সামাজিক প্রচারাভিযানে এনে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এ ছাড়া কঠোর হুঁশিয়ারি তো থাকবেই। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীল)।