পুরস্কার পেলেন প্রথম আলো বিশ্বকাপ কুইজের বিজয়ীরা

এসএআরএম-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের মেগা ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে পুরস্কার বিজয়ীদের সঙ্গে এসএআরএম-এর কর্মকর্তা ও অতিথিরা
ছবি: প্রথম আলো

বিশ্বকাপ ফুটবল আসর শেষ হয়েছে ৯ মাস হতে চলল। আগামী বিশ্বকাপের বাছাই পর্বও শুরু হয়ে গেছে। আর তাতে শুভ সূচনা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু এখনো গত আসরের রেশ টের পাওয়া গেল। কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে বলে যাঁরা ভবিষ্যৎবাণী করেছিলেন তাঁদের হাতে আজ বুধবার তুলে দেওয়া হলো পুরস্কার।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ বিকেলে অনুষ্ঠিত হলো এসএআরএম-প্রথম আলো ফুটবল বিশ্বকাপ কুইজ এবং রয়েল সিমেন্ট-প্রথম আলো ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ কুইজ প্রতিযোগিতার মেগা ড্র ও পুরস্কার বিতরণ।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, বিশ্বকাপ ফুটবলের রেশটা এখনো রয়ে গেছে। আজকের অনুষ্ঠান তার প্রমাণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এভাবে খেলার মধ্যে নিজেদের সম্পৃক্ত রাখুন। তাহলে একটা স্বাস্থ্যকর সমাজ প্রতিষ্ঠা পাবে।

রয়েল সিমেন্টের মহাব্যবস্থাপক আবুল মনসুর বলেন, ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে রয়েল সিমেন্ট ও প্রথম আলো কুইজ প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ ধরনের সামাজিক ও বিনোদনমূলক কাজে আমরা অংশ নিতে চাই। রয়েল সিমেন্ট ভালো ব্র্যান্ড। ব্যবসা–বাণিজ্য ভালো হলে খেলা ও সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করতে পারি।

প্রথম পর্বের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রয়েল সিমেন্টের উপমহাব্যবস্থাপক এস এম মাসুদুর রহমান, জ্যেষ্ঠ সহকারী মহাব্যবস্থাপক আহসানুল হক ও সহকারী মহাব্যবস্থাপক ফয়সাল নাসির খান।  

পাঁচটি পর্বে অনুষ্ঠিত রয়েল সিমেন্ট–প্রথম আলো কুইজ প্রতিযোগিতায় ২০টি ব্লেন্ডার মেশিন দেওয়া হয়। এ ছাড়া এই প্রতিযোগিতায় মেগা পুরস্কার হিসেবে দেওয়া হয় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, এলইডি টেলিভিশন ও স্মার্টফোন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত ছিলেন এসএআরএম–এর ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইফতেখার উদ্দিন। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে প্রথম আলোর সঙ্গে থাকবেন।

এসএআরএম–প্রথম আলো ফুটবল বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় ২৩ জন পান একটি করে স্মার্টফোন। এ ছাড়া একই প্রতিযোগিতায় রয়েছে মেগা পুরস্কারও।

রয়েল সিমেন্ট-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ বিজয়ীদের সঙ্গে রয়েল সিমেন্টের কর্মকর্তা ও অতিথিরা
ছবি: সৌরভ দাশ

হালিশহরের কাজী আবদুল আলী একটি এলইডি টিভিসহ পাঁচটি পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত। তাঁর মুখে যেন বিশ্বকাপ জয়ের হাসি। প্রথম মেগা পুরস্কার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র পেয়ে আনন্দ যেন আর ধরে না।

প্রথম আলোর উপব্যবস্থাপক (বিজ্ঞাপন) সেলিম রেজার সঞ্চালনায় কুইজ পর্ব পরিচালনা করেন সহকারী মহাব্যবস্থাপক মনজুর মোরশেদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাইসুল ইসলাম। নৃত্য পরিবেশন করেন পূজা মল্লিক ও এষা দাশ। সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম।