শাহ্ সিমেন্টের শুভেচ্ছা দূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) হলেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। এ উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। হামজা বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় কাজ করে চলা দেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড শাহ্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি যুক্ত হয়েছি।
আশা করি, এই পথচলা দারুণ হবে।’ ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির ফুটবলার হামজার বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় গত মার্চে, ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে গত ম্যাচে দেশের মাটিতে অভিষেকে গোলও করেন এই মিডফিল্ডার। দেশের সর্বাধিক বিক্রীত সিমেন্ট শাহ্ সিমেন্ট প্রতিবার বেস্ট ব্র্যান্ড পুরস্কারজয়ী। এ ছাড়া সুপার ব্র্যান্ড পুরস্কারও জয় করেছে শাহ্ সিমেন্ট।