লিড প্লাটিনাম সনদ অর্জন করল সুলতানা সোয়েটার্স

সনদ গ্রহণ করেন লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সোয়েটার শিল্প খাতে টেকসই উন্নয়ন, সাশ্রয়ী বিদ্যুৎ, জ্বালানি ও পানির ব্যবহার এবং পরিবেশবান্ধব অবস্থানের কারণে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে সুলতানা সোয়েটার্স। এটি বাংলাদেশের অন্যতম প্রধান সোয়েটার ম্যানুফ্যাকচারিং ইন্ডাষ্ট্রি ও লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

সম্প্রতি রাজধানীর গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুলতানা সোয়েটার্স লিমিটেডের পক্ষে লিড প্লাটিনাম সনদ গ্রহণ করেন লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, লিড সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিস্টেড কনসালট্যান্ট গুনাসেকারান রাজুসহ (ব্যবস্থাপনা পরিচালক, ইনোওয়েল গ্রুপ, ইন্ডিয়া) সুলতানা সোয়েটার্স ও ইনোওয়েল গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা।