স্ত্রী-সন্তানসহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব জাহাঙ্গীর আলম, তাঁর স্ত্রী ও তাঁদের দুই ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
জাহাঙ্গীর আলমের স্ত্রী মোসাম্মাৎ মোমেনা বেগম ও দুই ছেলে মুহতাসিম আলম ও মুনতাসিম আলম।
দুদকসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে দেশে–বিদেশে ১৫ হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, জাহাঙ্গীর আলীমসহ অন্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।