সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ নভেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নীল সমুদ্রকে স্তব্ধ বানিয়ে হলুদ উৎসব

ট্রফি হাতে অস্ট্রেলিয়ার উৎসব
এএফপি

গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে জয়সূচক ২ রান আসার পরপরই মাঠে হলুদ উৎসব। আকাশে আতশবাজির রোশনাই। কিছুক্ষণ পর সাউন্ড বক্সে বাজতে শুরু করেছে গান। কিন্তু এসবকেও ছাপিয়ে বড় হয়ে উঠেছে নীল সমুদ্রে পরিণত গ্যালারির নীরব আর্তনাদ। বেদনার রং তো নীলই, তাই না! বিস্তারিত পড়ুন...

সাকিব মনোনয়ন ফরম কেনায় যা বলছেন মাগুরার আওয়ামী লীগের নেতারা

সাকিব আল হাসান
প্রথম আলো

মাগুরায় রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার তাঁর পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার পর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাগুরার আওয়ামী লীগের নেতারা বলছেন, সাকিবকে তাঁরা কখনো স্থানীয় রাজনীতি বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখেননি। তবে মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই শেষ কথা। বিস্তারিত পড়ুন...

আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে যেতে পারে

হারুন-অর-রশিদ

নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা। সরকারি দল আওয়ামী লীগ এই তফসিলকে স্বাগত জানালেও বিএনপি ও সমমনা দলগুলো প্রত্যাখ্যান করেছে। এরই পরিপ্রেক্ষিতে রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ড. হারুন-অর-রশিদ। বিস্তারিত পড়ুন...

বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরীকে দেখা গেল কানাডার শহরে

সিবিসি টেলিভিশনের অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’-এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামের প্রতিবেদনে বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরীকে দেখা যাচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরী এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রকাশ্যে প্রশ্নের মুখোমুখি হলেন। কানাডার ওয়েস্টার্ন টরন্টোতে দেশটির এক সাংবাদিক তাঁর কাছে এ প্রশ্ন করলে দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে দেখা গেল বঙ্গবন্ধুর এই হত্যাকারীকে। বিস্তারিত পড়ুন...

লাল গরু এসে গেছে, আল-আকসা ভেঙে থার্ড টেম্পল গড়া হবে?

ইসরায়েলের হামলার কারণে সব চোখ এখন গাজার দিকে। পুরো বিশ্ব যখন বোমায় বিধ্বস্ত গাজার ভবনগুলোর নিচে চাপা পড়া শিশু-নারী-বৃদ্ধ-যুবার লাশ গুনতে ব্যস্ত, তখন ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দুর্দশার খবর চাপা পড়ে যাচ্ছে। পশ্চিম তীরের, বিশেষ করে জেরুজালেমে মুসলমানদের ওপর এখন ইসরায়েল যে উৎপীড়নের মাত্রা বাড়িয়েছে, তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তেমন কোনো গুরুত্ব পাচ্ছে না। বিস্তারিত পড়ুন...