নিউজ করার আগে একটু ভাববেন, সেটা সত্য কি না: দুদক চেয়ারম্যান

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়সংলগ্ন একটি ভবনে মঙ্গলবার দুর্নীতির খবর সংগ্রহে দায়িত্বরত প্রতিবেদকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’–এর (র‍্যাক) কার্যালয় উদ্বোধনকালে দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশ্লিষ্ট কোনো প্রতিবেদন করার আগে গণমাধ্যমকর্মীদের একটু ভাবতে বলেছেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘কোনো নিউজ করার আগে একটু ভাববেন, নিউজটা সত্য কি না, এটা কাদের পক্ষে যায়? এটা কি দুর্নীতিবাজদের পক্ষে যায়, নাকি ভালো মানুষদের পক্ষে যায়?’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়সংলগ্ন একটি ভবনে দুর্নীতির খবর সংগ্রহে দায়িত্বরত প্রতিবেদকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’–এর (র‍্যাক) কার্যালয় উদ্বোধনকালে মঈনউদ্দীন আবদুল্লাহ এ কথা বলেন। এ সময় দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

দুদকের চেয়ারম্যান বলেন, ‘আপনারা সত্য কথা লিখবেন, যদি আমার বিরুদ্ধে যায়, তা-ও লিখবেন; কিন্তু নির্মোহভাবে। কোনো উদ্দেশ্যমূলক নয়, কারও শেখানো কথা দয়া করে বলবেন না। যাচাই-বাছাই করে সমস্ত তথ্য দেবেন। আমাদের সাহায্য করবেন। গোপনীয়তা যাতে বাধাগ্রস্ত না হয়, এমন সব তথ্য আমরা শেয়ার করব।’

দুর্নীতিবিষয়ক রিপোর্টারদের উদ্দেশে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘দুদকের সাড়ে বারো শ লোকবল রয়েছে। আমরা আপনাদের সহযোগী মনে করি। আশা করি, আমাদের সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। তবে ভুল মেসেজ যেন না যায়, এই অনুরোধ থাকবে।’

অনুষ্ঠানে র‍্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।