অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি

অন্তর্বর্তী সরকার দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি। এ সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান সরকার সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং তা অক্ষুণ্ন রাখতে দৃঢ়প্রত্যয়ের কথা শপথ নেওয়ার পর থেকে বলে আসছে।