২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কালিয়াকৈরে পুকুরে ভাসছিল নারী ও এক শিশুর লাশ

লাশপ্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক কলাবাধা এলাকায় একটি পুকুরে ভাসছিল এক নারী ও শিশু ছেলের লাশ। পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে।

ওই নারীর নাম আকলিমা বলে জানা গেছে। আকলিমার আর কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত ওই শিশুর কোনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মৌচাক কলাবাধা এলাকার একটি পুকুরে লাশ দুটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে কালিয়াকৈর থানা–পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে অর্ধবয়সী ওই নারী ও এক শিশুর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাঁরা মা ও ছেলে।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, পুকুরে লাশ দেখা গেছে এমন সংবাদে ঘটনাস্থলে গিয়ে একজন নারী ও ৩-৪ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।