সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশের নতুন সভাপতি বদরুল আলম

সোসাইটি অব নিউরোলোজিস্টস অব বাংলাদেশের  নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. বদরুল আলম
ছবি: সংগৃহীত

চিকিৎসকদের সংগঠন সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. বদরুল আলম। সংগঠনটির ২০২৩–২৪ মেয়াদের নির্বাচনে ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. আবদুল হান্নান পেয়েছেন ৬৬ ভোট।

গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম।

সংগঠনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবু নাসির রিজভী, অধ্যাপক শরিফুদ্দিন খান ও অধ্যাপক বিপ্লব কুমার রায়। অধ্যাপক মো. আহসান হাবীব সংগঠনের মহাসচিব নির্বাচিত হয়েছেন।

সংগঠনের যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহমেদ হোসেন চৌধুরী ও মোহাম্মদ সেলিম শাহী। আর কোষাধ্যক্ষ পদে জিতেছেন অধ্যাপক সুভাষ কান্তি দে।

সংগঠনটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আটজন। নির্বাচিত এই আটজন হলেন আফজাল মমিন (ঢাকা), পঞ্চানন দাস (চট্টগ্রাম), মো. পারভেজ আমিন (রাজশাহী), সুকুমার মজুমদার (রংপুর), মানবেন্দ্র ভট্টাচার্য (ময়মনসিংহ), মো. নজরুল ইসলাম (সিলেট), প্রভাত কুমার সরকার (খুলনা) ও মোহাম্মদ মশিউর রহমান (বরিশাল)।

এ ছাড়া প্রচার সম্পাদক পদে আমিনুর রহমান, দপ্তর সম্পাদক পদে খায়রুল কবীর পাটোয়ারী, বিজ্ঞানবিষয়ক সম্পাদক পদে সিরাজী শফিকুল ইসলাম, বিজ্ঞানবিষয়ক যুগ্ম সম্পাদক (জাতীয়) এটিএম হাসিবুল হাসান ও বিজ্ঞানবিষয়ক যুগ্ম সম্পাদক (আন্তর্জাতিক) ইমরান সরকার জয় পেয়েছেন। সংস্কৃতি ও বিনোদনবিষয়ক সম্পাদক পদে জিতেছেন মো. ফেরদৌস মিঞা এবং গবেষণা ও প্রশিক্ষক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. শহীদুল্লাহ।

সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশের ১৫টি সদস্যপদে জিতেছেন কাজী গিয়াস উদ্দিন আহমেদ, গুরুদাস মণ্ডল, অধ্যাপক মো. হাসানুজ্জামান, অধ্যাপক জাহেদ আলী, অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মো. নাজমুল হাসান চৌধুরী, শেখ মাহবুব আলম, পরিতোষ কুমার সরকার, রাশেদুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, এ কে এম নুরুল আমিন খান, আবদুল্লাহ আল মামুন, সাব্বির আহমেদ ঢালী, মো. এনায়েত–উল–ইসলাম ও মোহাম্মদ বজলুর রশীদ।