শুরু হচ্ছে বিআইএইচআরএম নিবেদিত ‘এসসিএ আপস্ট্রিম ২.০’ প্রতিযোগিতা

শিক্ষার্থীদের পরিচালিত দেশের প্রথম সংগঠন সাপ্লাই চেইন অ্যালায়েন্স (এসসিএ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘এসসিএ আপস্ট্রিম ২.০’। এর মাধ্যমে চাকরি জীবনে প্রবেশের আগেই বিবিএর আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এই বিষয়ে সহজলভ্য উপায়ে ধারণা পাবেন। সেই উদ্দেশ্যে ইন্টার-ইউনিভার্সিটি বিজনেস কেস প্রতিযোগিতা ‘এসসিএ আপস্ট্রিম’ আয়োজন করেছে এসসিএ।

শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বুঝতে ও শিখতে পারবেন, কীভাবে বাস্তব জীবনের ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সমস্যাগুলোর সমাধান করতে হয় এবং কী ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়। প্রতিযোগিতার টাইটেল স্পনসর হিসেবে আছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিআইএইচআরএম) সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিন দলের জন্য থাকবে ৩০ হাজার টাকার প্রাইজমানি। বিজয়ী প্রথম ১০০ দল পাবে অ্যাফিলিয়েট অব চার্টার্ড সাপ্লাই চেইন প্রফেশনালের লেভেল-৩ ডেজিগনেশন প্রোগ্রামে ভর্তির বৃত্তি। এ ছাড়া বিজয়ী প্রথম ১০০ দলের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও উপহার।

অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘এসসিএ আপস্ট্রিম ২.০’–এ অংশগ্রহণ করা যাবে। দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে একটি দল গঠন করতে হবে। দল গঠনের নিয়মাবলি ও রেজিস্ট্রেশন–সংবলিত তথ্যের জন্য বিআইএইচআরএমের সোশ্যাল মিডিয়ার পেজে চোখ রাখতে হবে। ২৬ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।