ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আজ রোববার এ কথা জানায়। তবে কমিটি বিলুপ্ত করার কারণ জানানো হয়নি।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’ এর বাইরে বিজ্ঞপ্তিতে আর কিছু উল্লেখ করা হয়নি।

জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। সর্বশেষ আজ প্রথম আলোর সংবাদকর্মী মোশাররফ শাহকে মারধরের খবর আমরা দেখেছি। এটি বিব্রতকর হওয়ায় আমরা কমিটি বিলুপ্ত করেছি।’

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। মারধরের সময় তাঁকে ছাত্রলীগ নিয়ে সংবাদ না করার জন্য হুমকি দেওয়া হয়। মারধরকারীরা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রেজাউল হকের অনুসারী। অভিযোগের বিষয়ে রেজাউল প্রথম আলোকে বলেছিলেন, এ ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তিনি খোঁজ নিচ্ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, মোশাররফের কপালে চারটি সেলাই দিতে হয়েছে। তাঁর হাতেও আঘাত আছে। এক্স-রে করাতে হবে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।