জাতীয় পার্টির মহাসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়েছে। এক অনুষ্ঠানে উচ্চ আদালতের বিচারপতির যোগ্যতা নিয়ে করা মন্তব্যের সূত্র ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল ইসলাম আজ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন করেন।

মুজিবুল হকের মন্তব্য নিয়ে গত ১৪ নভেম্বর একটি গণমাধ্যমে আসা প্রতিবেদনও আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আবেদনে মুজিবুল হকের দেওয়া বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মুজিবুল হক বিচারপতির যোগ্যতা নিয়ে মন্তব্য করেন।

আবেদনকারী পক্ষের অন্যতম আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, বিচারকের যোগ্যতা নিয়ে মুজিবুল হকের করা মন্তব্য আদালত অবমাননার শামিল। এ বিষয়ে আদালতে সশরীর হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। আপিল বিভাগের চেম্বার আদালতে বুধবার আবেদনটি উপস্থাপন করা হবে।