নরসিংদী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আলতামাশ কবির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলতামাশ কবির। নির্বাচনে অংশ নিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আলতামাশ কবির দীর্ঘদিন ধরে নরসিংদীর পলাশ উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত আছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
আলতামাশ কবিরের সমর্থকেরা জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত না হন—এমন নির্দেশনা দিয়েছেন। সে কারণে আলতামাশ কবির শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং তাঁর হাতকে শক্তিশালী করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
আলতামাশ কবির দেশের খ্যাতিমান রাজনীতিক নরসিংদী-২ আসনে তিনবার নির্বাচিত সংসদ সদস্য ও দৈনিক সংবাদের সাবেক প্রধান সম্পাদক প্রয়াত আহমদুল কবিরের বড় ছেলে। আলতামাশ কবির বর্তমানে দৈনিক সংবাদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।