চট্টগ্রামে ভবনের ১০ তলার কার্নিশে আটকে পড়া গৃহপরিচারিকাকে উদ্ধার

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রাম নগরের মেহেদীবাগের একটি বহুতল ভবনের বাইরে কার্নিশে অবস্থানরত এক গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১০ তলার কার্নিশ থেকে ১৩-১৪ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করা হয়।

মেয়েটি ওই কার্নিশে কীভাবে গেল, তা ফায়ার সার্ভিস ও পুলিশ জানাতে পারেনি। মেয়েটি ১২ তলা ওই ভবনের কোনো একটি ফ্ল্যাটে কাজ করত বলে ধারণা করা হচ্ছে। প্রায় আড়াই ঘণ্টা পর মেয়েটিকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, রাত ৯টা ২০ মিনিটে তাঁরা মেহেদীবাগের ইকুইটি ভবনের একটা বাসার গৃহপরিচারিকা কার্নিশে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের পাশে বসে থাকার খবর পান। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। ফায়ার সার্ভিসের কর্মীরা ছাদ থেকে দড়ি বেয়ে নেমে ১০ তলার কার্নিশ থেকে মেয়েটিকে উদ্ধার করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, ‘যত দূর জেনেছি মেয়েটি আজ একজনের বাসায় গৃহকর্মী হিসেবে এসেছে। কিন্তু সন্ধ্যায় সে চলে যাচ্ছিল একা একা। তখন দারোয়ান সম্ভবত তাকে বাধা দেয়। তখন সে ছাদে উঠে কার্নিশ বেয়ে নামতে গিয়ে আটকা পড়ে।’