গণমাধ্যমের পৃষ্ঠপোষকতা দেশীয় ফ্যাশনশিল্পকে বিশ্বে তুলে ধরবে

হাল ফ্যাশনের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের নানা পর্বের একটি অংশ ছিল কেক কাটাছবি: প্রথম আলো

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে দেশীয় ফ্যাশন হাউসের বিকাশ ও রূপান্তর হচ্ছে। এ জন্য এই সময়ে দরকার সংবাদমাধ্যমের যথাযথ পৃষ্ঠপোষকতা, যার মাধ্যমে নতুন এই অভিযাত্রার খবর বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে যাবে।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর সভাকক্ষে ফ্যাশন ও লাইফস্টাইল পোর্টাল হাল ফ্যাশনের দ্বিতীয় বর্ষপূর্তিতে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সেখানেই দেশীয় ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তারা এসব কথা বলেন।  

সমাবেশে কে ক্র্যাফটের কর্ণধার খালিদ মাহমুদ খান বলেন, তিন দশক আগে দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদের পাশে যেমনটি করে সাপ্তাহিক বিচিত্রা দাঁড়িয়েছিল, এখন হাল ফ্যাশনসহ অনেক প্রচারমাধ্যম নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে; যা দেশের ফ্যাশন খাতের জন্য ইতিবাচক।

লা রিভের চেয়ারম্যান রেজাউল হাসান বলেন, কেবল ফ্যাশন ও লাইফস্টাইলের একটি আলাদা পোর্টালের উপস্থিতি মনে করিয়ে দেয়, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেকখানি এগিয়েছে। এটি আরও এগিয়ে নিতে ভোক্তাদের সচেতনতার পাশাপাশি উদ্যোক্তাদেরও সৃজনশীল হতে হবে।

রঙ বাংলাদেশের উদ্যোক্তা সৌমিক দাস মনে করেন, হাল ফ্যাশন যেভাবে প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসের পাশাপাশি নতুন উদ্যোক্তা ও ডিজাইনারদের পৃষ্ঠপোষকতা করে, তা অনন্য।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, পোশাক-পরিচ্ছদ ও ফ্যাশনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে হাল ফ্যাশনের উদ্যমী ও সহযোগী ভূমিকা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেন নারী অভিযাত্রিক মহুয়া রউফ ও এলিজা বিনতে এলাহি। হাল ফ্যাশনের পরামর্শক শেখ সাইফুর রহমান ও নাদিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাদা কালোর প্রতিষ্ঠাতা আজহারুল হক আজাদ, সিগনেচার বাই খাজানার উদ্যোক্তা অভিষেক সিনহা, ডিজাইনার সাফিয়া সাথী, শাহনাজ ইসলাম, লিপি খন্দকার, ইমাম হাসান, ফোয়ারা ফেরদৌস, তাসনিম হোসেন রজবী, নূর নাহার,  সৌন্দর্য বিশেষজ্ঞ শারমিন কচি, ফারহানা রুমি, ইয়োগা বিশেষজ্ঞ এলিজা চৌধুরী, ফিটনেস এক্সপার্ট রেদওয়ানুল ইসলাম, মনোবিদ জাহিদ হাসান, উদ্যোক্তা তাসলিমা মিজি, নাজমুল ইসলাম, ফারহানা ইয়াসমীন, মাকসুদা খাতুন, তন্নী কবীর; রন্ধনশিল্পী রাদিয়াত রেজা, সৈয়দা মিলা, সেলিনা শিল্পী প্রমুখ। অনুষ্ঠানে গান গেয়ে শোনান মিলানা মুমিন ও মুস্তাকিম বিল্লাহ।