কোটা আন্দোলনকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে: বিএফইউজে
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে বলে মনে করে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ বলেন, কোটা সংস্কার হওয়া প্রয়োজন। এ দাবিতে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাঁর সঙ্গে সাংবাদিক সমাজের ভিন্নমত নেই। এই যৌক্তিক বিষয়কে পূর্ণতা দিতে আন্দোলনকারী, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে।
বিএফইউজের নেতারা আরও বলেন, আন্দোলনের কোনো কোনো পর্যায়ে কেউ কেউ এমন আচরণ করছেন, যা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির প্রতিনিধিত্ব করছে। তবে এটা আন্দোলনের মূল সুর নয় বলে বিএফইউজে বিশ্বাস করে। তবে কোনো বিশেষ মহল এই আন্দোলনকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির পক্ষে, বাংলাদেশবিরোধী বা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাবিরোধী পথে পরিচালনা করার চেষ্টা করছে কি না, সে প্রশ্নও সামনে আসছে।
নেতারা আরও বলেন, আন্দোলনকারীদের কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংবাদমাধ্যমবিরোধী স্লোগান এবং সংবাদকর্মীদের ওপর হামলা এ ধারণাকে শক্ত ভিত্তি দিচ্ছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের সমর্থনে স্লোগান দেওয়াকে ধিক্কার জানায় বিএফইউজে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ করেছে সংগঠনটি।