বান্দরবানে সড়ক দুর্ঘটনা: হাসপাতাল ছেড়েছেন ৪ জন, চিকিৎসা নিচ্ছেন ৬ জন
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছয়জন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ও নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এই হাসপাতালে ভর্তি হওয়া ১০ জনের মধ্যে ৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাঁরা হলেন—লাভলী বম (২৮) ও তাঁর ৩ বছরের ছেলে চুংবিক বম, লমকিন বম (৫৩) ও লাল লুং নেম বম (৫২)। তাঁদের মধ্যে একজন হাসপাতালে ভর্তির পরদিন এবং বাকিরা পর্যায়ক্রমে হাসপাতাল ছেড়েছেন।
এখন হাসপাতালে ভর্তি আছেন ছয়জন। তাঁরা হলেন—পারকুংময় বম (৪৯), জিরনুনময় বম (২৬), লাল পিয়ান কিম বম (২৭), জিংরামনিয়াম বম (২৭), টিয়ান হেই বম (৪৮) ও পারএংময় বম (৪৬)।
২০ মার্চ বেলা দেড়টার দিকে পাহাড়ি নারী-পুরুষদের নিয়ে একটি ট্রাক বগালেক থেকে রুমা উপজেলা সদরের দিকে যাচ্ছিল। রুমা থেকে আরেকটি ট্রাক বগালেকের দিকে যাচ্ছিল। পথে দুটি ট্রাক কমলাবাজার ও বগালেকের মাঝামাঝি এলাকায় এলে একটি ট্রাক আরেকটি ট্রাকের ওপর উঠে যায়।
রুমাগামী ট্রাকটিতে যাত্রী ছিলেন আনুমানিক ২০ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১ শিশু ও ৯ নারীকে ওই দিন রাতেই চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজন মাথায় আঘাত পেয়েছেন। দুজনের হাত ও পা ভেঙেছে। অন্য তিনজনের আঘাত তুলনামূলক কম।
হতাহত ব্যক্তিরা সবাই রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের বাসিন্দা। তাঁরা ট্রাকে রুমা উপজেলা সদরে যাচ্ছিলেন। চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চট্টগ্রামে কোনো আত্মীয়স্বজন নেই। তাঁদের সহায়তা এগিয়ে আসেন চট্টগ্রাম ও বান্দরবান শহরে থাকা বম সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।
আহত ব্যক্তিদের দেখাশোনার দায়িত্বে থাকা তরুণ জিংথান বম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চারজন হাসপাতাল ছেড়েছেন। তাঁদের অবস্থা এখন মোটামুটি ভালো। তবে অন্য ছয়জনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও তাঁদের আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। কেননা, তাঁরা মাথা ও হাত-পায়ে আঘাত পেয়েছেন। ইতিমধ্যে তাঁদের অস্ত্রোপচার হয়েছে।