সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ ফেব্রয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

গাজীপুর সিটি করপোরেশনের গাড়িচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাঙচুর

নারী শ্রমিকের মৃত্যুর খবরে অন্যান্য কারখানার শ্রমিকেরা গাজীপুরের কুনিয়া বড়বাড়ি এলাকায় শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন
ছবি: প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় জেলার কুনিয়া বড়বাড়ি এলাকায় শনিবার সকালে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এ খবর পেয়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বের হয়ে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত জনতা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছেন, ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

বিস্তারিত পড়ুন...

‘বেবি বাইক’ যাচ্ছে ইউরোপে

শিশুদের জন্য কাঠ দিয়ে তৈরি করা সাইকেল
ছবি: প্রথম আলো

নারকেল তেল উৎপাদনের ব্যবসা করতে গিয়ে দেখেন লাখ লাখ নারকেলের ছোবড়া ফেলে দিতে হচ্ছে। দুই দশক আগে সেখান থেকেই ফেলনা ছোবড়া কাজে লাগানোর কৌশল খুঁজতে শুরু করেন । একপর্যায়ে সেই কৌশলও আবিষ্কার করেন। এর ভিত্তিতে ২০০২ সালে বাগেরহাটের বিসিক শিল্প নগরীতে ফেলনা ছোবড়া দিয়ে যন্ত্রে তৈরি তোশকের (ম্যাট্রেস) ভেতরের অংশ বা ‘কয়ার ফেল্ট’ উৎপাদনের উদ্যোগ নেন তিনি। ২০০৫ সালে উৎপাদনের যায় তাঁর কয়ার ফেল্ট কারখানা। শুরু হয় অপ্রচলিত এই পণ্য রপ্তানি।

বিস্তারিত পড়ুন...

নোয়াখালীতে পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর ফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেটসংলগ্ন মিয়া মেম্বারের মাছের খামারের পুকুরে ধরা পড়া ইলিশ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুর সেচের সময় একটি ইলিশ মাছ ধরা পড়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেটসংলগ্ন মিয়া মেম্বারের মাছের খামারের একটি পুকুরে ইলিশটি ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অনেকেই ইলিশটি দেখতে আসেন।

বিস্তারিত পড়ুন...

গাজা যুদ্ধ: ইউরোপের ঘুম কি ভাঙল অবশেষে?

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ গাজা। ভাইকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এক ফিলিস্তিনি কিশোর
ফাইল ছবি: রয়টার্স

আর কয়েক সপ্তাহ পর গাজা–সংকট পঞ্চম মাসে পা দিতে চলেছে। গাজা উপত্যকায় চলমান বর্বর হামলার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের মনোভাবের কোনো পরিবর্তন হলো কি না, সেই প্রশ্ন এখন তোলাই যায়।

বিস্তারিত পড়ুন ...

রাশিয়াকে বিশ্ব থেকে কতটা বিচ্ছিন্ন করতে পেরেছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব সফরে গেলে রিয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ডিসেম্বর, ২০২৩
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ও ইউরোপের মার্কিন মিত্রদের দৃষ্টিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘অত্যাচারী শাসক’ ও ‘যুদ্ধাপরাধী’। কিন্তু লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে? দেশটির ক্ষমতা কাঠামোয় পুতিন এমন ব্রাত্য নন। তাই তো ব্রাজিলে ক্ষমতাসীনেরা পুতিনকে তাঁদের দেশে আমন্ত্রণ জানান।

বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন