বিটিএসের টানে ঘরছাড়া তিন কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

বিটিএসছবি: ইনস্টাগ্রাম

বিশ্বজুড়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড দল বিটিএসের টানে ঘরছাড়া তিন কিশোরীকে উদ্ধারের পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। রাতেই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, গত ২৯ জানুয়ারি তিন কিশোরী ঢাকার খিলগাঁওয়ের মেরাদিয়া থেকে নিখোঁজ হয়। ওই দিনই খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিটিএসের টানে দক্ষিণ কোরিয়া যাওয়ার পরিকল্পনা করে তারা ঘর ছেড়েছিল। ঘর ছাড়ার আগে বিষয়টি জানিয়ে চিঠিও লিখেছিল তিন কিশোরী। তিনজনই স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, তিন কিশোরী পরিকল্পনা করে, তারা বিটিএসের তিন সদস্যকে বিয়ে করবে। এ জন্য তারা ঘর ছেড়ে যায়। নিজেদের পরিচয় গোপন করে টঙ্গী এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিল। দক্ষিণ কোরিয়া যেতে প্রয়োজনীয় অর্থ উপার্জনের জন্য তারা পোশাক কারখানায় কাজ নেওয়ার পরিকল্পনাও করে। শরীরচর্চার জন্য তারা টঙ্গীর একটি জিমেও ভর্তি হয়েছিল।